ঢাকা: ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক যুবক মুজাহিদ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজাহিদই নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছেন বলে জানানো হচ্ছে।
তিনি বলেন, হামলার পর সন্দেহভাজন হামলাকারী হিসেব মুজাহিদকে আটক করা হয়। মুজাহিদ মাদরাসার শিক্ষার্থী এবং নিষিদ্ধঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তবে এই হামলার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।
মতিঝিল বিভাগের ডিসি আরও বলেন, আটক মুজাহিদকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই হামলার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
এদিকে, আলাপ করলে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) জুয়েল রানা বাংলানিউজকে বলেন, পল্টন থানা পুলিশ মুজাহিদকে আটক করে ডিবি কার্যালয়ে পাঠিয়েছেন। ডিবি কার্যালয়ে আনার পর এখনও তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থান উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করে পুলিশ।
ওলামা লীগ সভাপতি ইলিয়াস হোসাইনের রাজনৈতিক সহকর্মী আবুল আজিজ খান জানান, তিনি ডেমরার নিজ বাসা থেকে বেরিয়ে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের দক্ষিণ গেট দিয়ে বেরিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তার ঘাড়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
ইলিয়াস হোসাইনের গাড়ি চালক রুবেল জানান, হুজুরকে বায়তুল মোকাররম মসজিদে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করি। নামাজ শেষে দক্ষিণ গেট দিয়ে নেমে জুতা পরার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. রিয়াজ মোরশেদ জানান, ইলিয়াস হোসাইন বিন হেলালীর শরীরে তিনটি ধারালো ছুরির আঘাত রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
** ওলামা লীগ সভাপতির প্রাণনাশের হুমকি ছিল
** ছুরিকাঘাতে আহত ওলামা লীগ সভাপতি, আটক ১
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এনএ/এনএইচএফ/কেএইচ/এইচএ/