ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড খন্দকার আলী আব্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জের আইটি স্কুলে স্মরণ সভার আয়োজন করা হয়।
এতে কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর নেতা আবু হাসান টিপু বলেন, সমাজতন্ত্র আর মার্কসবাদের নামে দেশের প্রচলিত তথাকথিত বামপন্থী রাজনৈতিক দলগুলো লেজুরে পরিণত হয়েছে। নেতারা এমপি-মন্ত্রী হওয়ার লোভে নিজেদের আদর্শ এবং জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করছেন।
যার ব্যতিক্রম ছিলেন কমরেড খন্দকার আলী আব্বাস এমন মন্তব্য করে তিনি বলেন, কমরেড আব্বাস সব সময় আদর্শ নিয়ে রাজনীতি করেছেন।
কমরেড রাশিদা বেগমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহিদুল আলম নান্নু মাস্টার, হাবিবুর রহমান আঙ্গুর, আইউব আলী, মোক্তার হোসেন, তোফাজ্জল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আইএ