ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্রেনেড হামলায় জোট সরকার পৃষ্ঠপোষকতা ‍করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
গ্রেনেড হামলায় জোট সরকার পৃষ্ঠপোষকতা ‍করেছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলার  ঘটনায় তৎকালীন চার দলীয় জোট সরকার পৃষ্ঠপোষকতা করেছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ আগস্ট) কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে সড়ক দুর্ঘটনারোধে যানবাহন চালকদের মধ্যে সচেতনামূলক লিফটলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।



তিনি আরো বলেন, তৎকালীন সরকার গ্রেনেড হামলার সব আলামত নষ্ট করে ফেলেছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করেনি। গোয়েন্দা বিভাগকেও তদন্ত করতে দেয়নি।   পরে তারা জজ মিয়া নাটক তৈরি করে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।