ঢাকা: আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালীর ওপর হামলাকারী সন্দেহে গ্রেফতারকৃত মুজাহিদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২২ আগস্ট) মুজাহিদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিনের রিমান্ডের আবেদন জানান গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর আলম মিয়া।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সভায় যাওয়ার সময় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ইলিয়াস হোসাইন বিন হেলালীর (৪৫) ঘাড়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই সন্দেহভাজন মুজাহিদকে আটক করে পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আহত হেলালীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এমআই