ঢাকা: সাইবার ক্রাইম রোধে নতুন একটি আইন হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় এক নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেরাইদ ক্রীড়া সংস্থার উদ্যোগে বালু নদীতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম রোধে নতুন একটি আইন করা হবে। একই সঙ্গে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, সেটির যৌক্তিকতাও খতিয়ে দেখবে সরকার।
বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম, আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এজেডকে/এমএ