ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুরে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
রংপুরে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করার আহ্বান

রংপুর: তৃণমূল পর্যায়ে বিএনপিকে নতুন করে সংগঠিত করে শক্তিশালী করতে রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সেলিমসহ অন্য নেতারা।

সভায় প্রধান অতিথি এমদাদুল হক ভরসা বলেন, বর্তমান সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। এরই অংশ হিসেবে মামলা-হামলা-গ্রেফতার করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে সারাদেশের মতো রংপুর জেলায় ওয়ার্ড থেকে ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার উদ্যেগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সভায় সেপ্টেম্বর মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে উপজেলা সম্মেলন করার আহ্বান জানানো হয়।

পরে জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা গত তিনদিন ধরে অবিরাম বৃষ্টিতে পানিবন্দি অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।