ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনার বিএনপি নেতা জহিরুলের মৃত্যুতে খালেদার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
নেত্রকোনার বিএনপি নেতা জহিরুলের মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক জিএস জহিরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
রোববার (২৩ আগস্ট) এক শোকবার্তায় প্রয়াত জহিরুল ইসলাম খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির চেয়ারপারসন।


 
চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এসব তথ্য জানান।
 
প্রসঙ্গত, রোববার সকাল ৮টায় আটপাড়ায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জহিরুল ইসলাম খান। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জহিরুল ইসলাম খানের মৃত্যুতে আটপাড়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মরহুমের বাসভবনে জড়ো হন।
 
জহিরুল ইসলাম খানের মৃত্যুর খবর শুনে আটপাড়ার সন্তান বিএনপির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আমিন রনি, চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান বিন শফিক সোহাগ আটপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন।
 
রোববার বাদ আছর স্থানীয় আটবানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জহিরুল ইসলাম খানের জানাজা অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।