ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গি দমনে পুলিশকে ভূমিকা রাখার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
জঙ্গি দমনে পুলিশকে ভূমিকা রাখার আহ্বান ছবি: দেলোয়ার হোসেন বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গি দমনে পুলিশকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি এ আহ্বান জানান।



মন্ত্রী বলেন, পৃথিবীর সব রাষ্ট্রে জঙ্গি বিষয়টি একই রকম। তবে নাম ভিন্ন ভিন্ন। এরমধ্যে আইএস, তালেবান, আল-কায়েদা উল্লেখযোগ্য। বাংলাদেশ পুলিশকে জঙ্গি দমনে ভূমিকা রাখতে হবে।
rajarbag
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ. কে. এম শহীদুল হক।

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ধারন করা উচিৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে সুনামের সঙ্গে দেশ পরিচালনা করছেন।

আলোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক এ. কে. এম শহিদুল হক বলেন, বঙ্গবন্ধু হলেন আমাদের গর্ব। বাংলাদেশ স্বাধীনতায় তার অবদানই মুখ্য।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান উল্লেখযোগ্য। রাজারবাগ পুলিশ লাইনস থেকেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম বুলেট ছোঁড়া হয়।

আইজিপি বলেন, পুলিশের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোঁনার বাংলা গড়তে যারা বাধা দেবে তাদের প্রতিহত করবো।

আলোচনায় ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি হামলা, হেফাজতের তাণ্ডব, গ্রেনেড হামলা, বুদ্ধিজীবী হত্যা স্বাধীনতা বিরোধীদের কাজ।

বাংলাদেশ সময়: ১৪২০/২১২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এনএইচএফ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।