ফেনী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ধর্মের ওপর আঘাত কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মের ওপর আঘাত হানা হচ্ছে। এমন লেখালেখি হচ্ছে, আর উগ্র ধর্মান্ধরা আইন হাতে তুলে নিয়ে তাদের হত্যা করছে। ইসলামসহ কোনো ধর্মই আইন হাতে তুলে নেওয়ার অধিকার দেয়নি। আবার ধর্মের ওপর আঘাতকারীরাও আইনি প্রক্রিয়ার বাইরে নয় বলে মন্তব্য করেছেন তিনি।
ইকবাল সোবহান এসময় বলেন, দেশের সব মানুষ যদি দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারলেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০২১ সালের আগেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
তিনি আরো বলেন, রাজনীতি কখনোই সন্ত্রাস নির্ভর হতে পারে না, রাজনীতি হতে হবে ভালবাসা নির্ভর। জনগণকে ভালোবেসেই তাদের সমর্থন পেতে হবে, জিম্মি করে নয়। রাজনীতিতে মানুষ হত্যার অধিকার কারো নেই। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কার্যক্রম চালালে দেশের মানুষ মেনে নেবে না। যারা দেশে অরাজকতা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে। সন্ত্রাসীদের কোনো জাত, ধর্ম নেই। তাদের রাজনীতি করারও কোনো অধিকার নেই।
ফেনীর রাজনৈতিক অবস্থা নিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ফেনীর রাজনীতির রয়েছে সোনালী অতীত। কিন্তু বারবার সন্ত্রাসী কার্যক্রম ফেনীর সুনামকে নস্যাৎ করে দিচ্ছে।
এই জেলার উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো উন্নত করতে হবে। এখন যে মেডিকেল কলেজ ও হাসপাতালটি (ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল) প্রতিষ্ঠিত হলো, তা ফেনীবাসীর সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার।
অনুষ্ঠানে অনেকের মধ্যে হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম ও মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলারা আখতার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসআই