ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলায় ৪ আসামির রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, আগস্ট ২৩, ২০১৫
যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলায় ৪ আসামির রিমান্ড ছবি: প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ায় যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলায় চার আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাদের রিমান্ড মুঞ্জুর করেন।



এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া গেয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিনদিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডের আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- ইমরান হোসেন, কামাল হোসেন, ইব্রাহিম ফয়সাল জনি ও টুটুল। এর মধ্যে ইমরান হোসেন, কামাল হোসেন, ইব্রাহিম ফয়সাল জনি এজাহারভুক্ত আসামি।

১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচী চলাকালে কুষ্টিয়া শহরের মজমপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী সবুজ নিহত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি ইমরান হোসেন, কামাল হোসেন, ইব্রাহিম ফয়সালকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।