ঢাকা: ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে সাংবিধানিক শূন্যতা দেখা দিতো মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নির্বাচনের ফলে এ শূন্যতা দূর হয়েছে। না হলে অপশক্তি ফের ক্ষমতায় আসতো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণেই এ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (২৩ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি ভবনের হলরুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে আওয়ামী আইনজীবী পরিষদ।
আইনজীবীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আপনারা স্বতস্ফূর্তভাবে চলাফেরা করতে পারছেন। তা না হলে বিএনপি সমর্থিতরা আপনাদের বের করে দিতো।
আসছে বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে সভায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এমআই/আরএইচ/এমএ/এএসআর