ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
রাজশাহীতে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি, আহত ৩

রাজশাহী: রাজশাহী জেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা দু’টি বাস ভাঙচুর করে।



রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

আহত ছাত্রলীগ কর্মীরা হলেন- মারুফ, জহুরুল ও শাকিব। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   সভা শেষে বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম মুক্তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের ছেলে আশিকুজ্জামানের বাকবিতণ্ডা হয়। এর সূত্র ধরে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়।

এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা দু’টি বাস ভাঙচুর করে। সংঘর্ষকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হন তিনজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভুল বোঝাবুঝির কারণে মুক্তার সঙ্গে আশিকের ঝগড়া হয়। পরে তা দু’পক্ষের মাঝে ছড়িয়ে পড়ে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এ সময় দুই পক্ষকে শান্ত করেন। বিষয়টি মিটে গেছে।

নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে তারা দু’পক্ষই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ নিয়ে এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।