ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোমবার আইভী রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
সোমবার আইভী রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আইভী রহমান

ঢাকা : আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভী রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী সোমবার (২৪ আগস্ট)।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় তিনি আহত হন।



এই ন্যাক্কারজনক গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৩ জন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় আইভী রহমানকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রতিবারের মতো এবারও শহীদ আইভী রহমানের মৃত্যুবাষির্কী উপলক্ষে শুক্রবার বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আইভী রহমানকে স্মরণ ও তার মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, মিলাদ ও মোনাজাত করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিন বাদ আছর, আইভী কনকর্ড টাওয়ার, বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে শুভানুধ্যায়ীদের শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শহীদ আইভী রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।