ঢাকা: আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
সোমবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের নেতৃত্বে দলের নেতারা এ শ্রদ্ধা জানান।
আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন। পরে ২৪ আগস্ট হাসপাতালে তিনি মারা যান।
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে আওয়ামী যুবলীগ, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগ, সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে ছাত্রলীগ, আইভি রহমানের ছেলে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপির নেতৃত্বে পরিবারের সদস্যরা, ঢাবির ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর নেতৃত্বে একুশে আগস্ট বাংলাদেশ সংগঠন, সভাপতি আশরাফুন্নেছা মোশারফের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় পাপন বলেন, জজ মিয়া নাটক এবং আনুষাঙ্গিক বক্তব্যে আমরা হতাশ ছিলাম। মনে করেছিলাম কিছুই হবে না। কিন্তু আওয়ামী লীগের কারণে ও মিডিয়ার কল্যাণে এখন সে ঘটনা দেশবাসী জানেন। দেশবাসীর জানাটাই বড় দরকার ছিল। এখন আর বিচার বেশি বিলম্বিত হবে না। আশা করছি এ সরকারের মেয়াদে বিচার হবে।
বিচার দ্রুত করতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। উনি (প্রধানমন্ত্রী) নিজেই করছেন, তারপরও মামলায় অনেক অপ্রয়োজনীয় সাক্ষী আছে। এগুলো কমিয়ে বিচার কাজ যেন এগিয়ে নিয়ে যাওয়া হয়।
মূল হোতাদের বিচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তত এর সঙ্গে জড়িত মূল হোতাদের বিচার হলেও অনেক বড় পাওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এসইউজে/আরইউ/জেডএস
** সোমবার আইভী রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী