ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় অভিযুক্ত খোকন, আলাল, নীরবসহ ৩০ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
নাশকতার মামলায় অভিযুক্ত খোকন, আলাল, নীরবসহ ৩০ জন খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল আলম নীরব

ঢাকা: বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ বিএনপির ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মতিঝিল থানার গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
 
সোমবার (২৪ আগস্ট) এ অভিযোগ গঠন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত।

খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলালসহ এ মামলার সাতজন আসামি আদালতে হাজির ছিলেন। সাইফুল আলম নীরবসহ বাকি ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
 
২০১১ সালে দায়ের করা মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ৫ নভেম্বর।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপি-জামায়াতের আন্দোলন চলাকালে ২০১১ সালের ১৮ ডিসেম্বর সকাল সোয়া দশটায় মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে বাসে ভাংচুর ও নাশকতা চালান আসামিরা।

২০১৩ সালের ৬ জানুয়ারি মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমান ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।