ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির আসাদুজ্জামান রিপন

ঢাকা: বর্তমান সরকারের তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।



তিনি বলেন, ১৯৭২ থেকে ৭৫ এর মধ্যে দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল এর জন্য দায়ী ছিল জাসদ। এর অন্যতম নেতা হলেন হাসানুল হক ইনু। ওই সময়ে যা হয়েছিল তা দেশের মানুষের কাছে স্পষ্ট করতে হবে।

একই সাথে এর দায়ভার নিয়ে তথ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি জানান তিনি।

রিপন বলেন, যারা গণতন্ত্রের রাজনীতি করেননি তাদের কাছ থেকে যদি গণতন্ত্রের শিক্ষা নিতে হয় এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না।

ইনুকে উদ্দেশ্য করে রিপন বলেন, ‘আপনাকে জবাব দিতে হবে ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আপনাদের ভূমিকা কি ছিল। জবাব দিতে হবে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে আপনার, গণবাহিনীর কি ভূমিকা ছিল। এগুলো জাতির সামনে স্পষ্ট করা উচিত। ’

রিপন বলেন, ‘ইনু সাহেবের উচিত হবে জাতির সামনে ৭২-৭৫ সময়ে তাদের অবস্থান স্পষ্ট করা। মন্ত্রিত্ব নেওয়ার যদি ইচ্ছাই থাকে তাহলে ৭২ থেকে ৭৫ এর ঘটনার জন্য ইনু ও তার দলের ক্ষমা চাওয়া উচিত। তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এর জবাব দেওয়া উচিত। তা না হলে তার পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, আওয়ামী লীগ বলে তারা শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার করবে, কিন্তু এ হত্যাকাণ্ডের সহযোগী ও হত্যার ক্ষেত্র যারা তৈরি করেছিল তাদেরকে ক্ষমতায় রেখে শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রকৃত বিচার করা সম্ভব না। এতে শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে বলে মনে করি না।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর (অব.) মাহমুদুল হাসান, এস এম আবদুল হালিম, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
টিআই/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।