ঢাকা: জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উস্কানিমূলক কথা বলে জঙ্গিবাদ ও তাদের নেত্রী আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে বাঁচানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, আমরা জঙ্গিবাদ ও তার নেত্রী খালেদা জিয়াকে এক চুলও ছাড় দেবো না।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এ হুঁশিয়ারি দেন।
সন্ত্রাস, দুনীতি প্রতিরোধসহ সুশাসন প্রতিষ্ঠার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে ইনু বলেন, বাংলাদেশে দলবাজের কোনো স্থান নেই। আমরা ১৪ দল জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, দখলবাজের বিরুদ্ধে লড়াই করছি। শেখ হাসিনার নেতৃত্বে এ লড়াই চলছে। এ লড়াইকে শেষ পর্যন্ত নিয়ে বাংলাদেশকে মুক্ত করতে হবে; বিজয় অর্জন করতে হবে।
মহাজোটের ছায়াতলে থেকে চাঁদাবাজির কথা উল্লেখ করে তিনি বলেন, মহাজোটের ছাতার তলে থেকে কেউ কেউ দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি চলাচ্ছে। আমরা দলবাজি, দখলবাজি সহ্য করবো না। এটা করতে দেবো না। সন্ত্রাস, দলবাজ, দুর্নীতিবাজ, জঙ্গিবাদকে ধ্বংস করতে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, যুদ্ধারপরাধীদের বিচার যত দিন চলবে, তত দিন এই গোষ্ঠী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়দা, আইএস, বোকো হারামের মতো সংগঠন দিয়ে জঙ্গিবাদী সন্ত্রাসী তৎপরতা চালানো চেষ্টা করবে। এ ধরনের কিছু তৎপরতার চেষ্টা চলছে। দুর্নীতি, চাঁদাবাজি চলছে। শিশু হত্যা, নারী হত্যা, নারী ধর্ষণ বন্যার মতো চলছে। এ সব প্রতিরোধ করতে হবে।
জাসদের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ১৪ দলের অন্যতম শরিক দল জাসদ। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাজ এই জোটের ঐক্য ভাঙার চেষ্টা করতে পারে। ষড়যন্ত্র করতে পারে। এই ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিক্ষোভ সমাবেশে অন্য বক্তারা বলেন, ১৪ দলের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সন্ত্রাস, দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজির কারণে সেই গণতন্ত্র ম্লান হয়ে যাচ্ছে। জাসদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ, জাসদকে ১৪ দল থেকে সরাতে পারলে ষড়যন্ত্র সফল হবে। সেই জন্যই উস্কানিমূলক কথা বলা হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন- শিরীন আখতার, ওবায়দুল হক চুন্নু, ইকবাল হোসেন খান, মো. খালেক, নুরুল আকতার, আফরোজা হক রিনা, শরিফ উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, নুরুন নবী, রোকোনুজ্জামান রোকন, জ্যোতি বিকাশ সিকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এসকে/এবি