ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুরে জাসদের সমাবেশ ও মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
রংপুরে জাসদের সমাবেশ ও মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি, সরকারি কর্মচারীদের লাগামহীন দুর্নীতি ও দলবাজির বিরুদ্ধে এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে রংপুর জেলা জাসদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাসদের সহ-সভাপতি আজিজার রহমান।



বক্তব্য রাখেন রংপুর জেলা জাসদের সহ-সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, যুগ্ম-সম্পাদক গৌতম রায়, রংপুর মহানগরের সভাপতি মাসুদ নবী মুন্না, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রনেতা নাজমুল আসিফ অনু, সুমন কুমার, রাহাত আল রাজি, ওসমান গনি প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি দলের কিছু নেতাকর্মীর সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমান সরকারের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিচ্ছে। দলের নাম ব্যবহার করে সরকারের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী লাগামহীন দুর্নীতি করে আসছেন। দেশে প্রতিনিয়ত ঘটছে শিশু নির্যাতনের ঘটনা। অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকার কারণে দেশে সন্ত্রাস বেড়ে গেছে মন্তব্য করে বক্তারা তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।