ঢাকা: জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বিবৃতিতে নোমান বলেন, কাজী জাফর আহমেদের জাতীয়তাবাদী শক্তি ঐক্যের অন্যতম দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে শক্তিশালী করার জন্য তিনি অন্যতম সমন্বয়কারীর ভূমিকা পালন করেছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড-৬৮, বাসা-২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর।
এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বিএস/