ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাজী জাফরের মৃত্যুতে মহিলা দলের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
কাজী জাফরের মৃত্যুতে মহিলা দলের শোক

ঢাকা: বিশিষ্ট রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী মহিলা দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দলটির গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।



দলটির সভাপতি নুরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা শোক বার্তায় বলেন, দেশের খ্যাতিমান এই রাজনীতিবিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বর্তমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে তার মতো মানুষের বিদায় দেশের জন্য ক্ষতিকর।

কাজী জাফরের মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয় ওই শোক বার্তায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড- ৬৮, বাসা- ২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমেদ। এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।