ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলের অনেক নেতাই হাসিনাকে দুর্বল করতে চান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
দলের অনেক নেতাই হাসিনাকে দুর্বল করতে চান ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগে এমন অনেক নেতা আছেন যারা শেখ হাসিনাকে দুর্বল করতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের একটি অংশ আ’লীগের নাম নিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে।

এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টাস ইউনিটির ভিআইপি লাউঞ্জে জাতীয় শোক দিবসের এক আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের সভাপতি অধ্যক্ষ শেখ আবদুল হালিম।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম।

আ স ম ফিরোজ বলেন, দেশে কিছু কুচক্রী মহল আছে যারা দেশের স্বাধীনতা চাননি। এজন্য তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছ। এর মূল নায়ক ছিল জিয়াউর রহমান। জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় বসেই বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করা হয়।

ফিরোজ বলেন, ষড়যন্ত্রকারীরা ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এর মূল নায়ক ছিল তারেক জিয়া। সেও ক্যান্টনমেন্টের বাসায় ২১ আগস্ট গ্রেনেড হামলার ছক কষে।

তিনি বলেন, এই স্বাধীনতা বিরোধী চক্র নানা অজুহাতে নানা লেবাসে দলের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এরা শুধু আ’লীগের নয়, দেশ  ও মানুষের শত্রু।

চিফ হুইপ বলেন, শেখ হাসিনা এদেরকে সাহসিকতায় সঙ্গে দমন করে দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। আগামীতে মধ্যম আয়ের দেশে পরিণত করবেন। এজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এমএম/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।