ঢাকা: সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে একে গণবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
শুক্রবার (২৮ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাম মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, সিদ্দিকুর রহমান, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, হামিদুল হক এবং ইয়াছিন মিয়া গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি করেন।
এর প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা এমন ঘোষণাও বিবৃতিতে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আইএ