ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাটোরে যুবলীগের মিছিলে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
নাটোরে যুবলীগের মিছিলে গুলি

নাটোর: নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় যুবলীগের মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এতে ছাত্রলীগ কর্মী রাজীব হোসেন (১৮) ও যুবলীগ কর্মী নাজমুল সরকার (৩২) গুলিবিদ্ধ হন।



শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নাটোর স্টেশন এলাকায় থানা যুবলীগ আয়োজিত শোক দিবসের সমাবেশে যাওয়ার পথে মিছিলে এ হামলা হয়।

গুলিবিদ্ধ রাজীব ও নাজমুলকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজীব শহরের হুগোলবাড়িয়া এলাকার আমিন হোসেনের ছেলে ও নাজমুল তেবাড়িয়া এলাকার মৃত নাদের সরকারের ছেলে।

এদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন। তিনি জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার  রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫/আপডেট: ২০৪৬ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।