ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাটোরে যুবলীগের মিছিলে গুলির ঘটনায় যুবদল সভাপতিসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
নাটোরে যুবলীগের মিছিলে গুলির ঘটনায় যুবদল সভাপতিসহ আটক ৯ ছবি: প্রতীকী

নাটোর: নাটোরের তেবাড়িয়ায় যুবলীগের মিছিলে গুলির ঘটনায় জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাবসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।



নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, এলাকাবাসী ও আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে নাটোর পৌর আওয়ামী লীগ শনিবার সন্ধ্যায় শহরের স্টেশন এলাকায় শোকসভার আয়োজন করে।  

যুবলীগের একটি মিছিল শোকসভায় যাওয়ার সময় তেবাড়িয়া এলাকায় বিএনপির কয়েকজন কর্মী মিছিলে গুলি চালায়। এ সময় হুগোলবাড়িয়া এলাকায় আমিন হোসেনের ছেলে রাজীব হোসেন ( ১৭) মাথায় ও তেবাড়িয়া এলাকার মৃত নাদের সরকারের ছেলে নাজমুল ( ৩৭) পায়ে গুলিবিদ্ধ হন।

পরে তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাজীবের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।