ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সিপিবি-বাসদের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, আগস্ট ৩১, ২০১৫
সিপিবি-বাসদের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পণ্ড ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশে গেলে সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের পাঁচ নম্বর গেটে পুলিশের বাঁধার মুখে পড়েন সিপিবি-বাসদের নেতা-কর্মীরা।



এ অবস্থায় সচিবালয়ের পাঁচ নম্বর গেটে পুলিশ ব্যারিকেডের সামনেই প্রতিবাদ সমাবেশ করছেন তারা।

সমাবেশে নেতা-কর্মীর সঙ্গে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স এবং বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরইউ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।