ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাঘায় আটক জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
বাঘায় আটক জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলা সদরের চক ছাতারি জামে মসজিদে গোপন বৈঠকের সময় আটক জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।



রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, আটক ৬২ জনের মধ্যে একজন ওই মসজিদের মোয়াজ্জিন। তার নাম আজাহার হোসেন। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের আদালতে পাঠানো হয়।

ওসি আমিনুর রহমান আরও জানান, রোববার (৩০ আগস্ট) রাতে পুলিশ খবর পায় বাঘা পৌর আমির সাইফুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৬২ জন নেতা-কর্মী চক ছাতারি জামে মসজিদে এশার নামাজ শেষে গোপন বৈঠক করছেন। এ খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়।

এছাড়া খবর ছিল ওই বৈঠকে বাঘা উপজেলা চেয়ারম্যান ও একাধিক নাশকতা মামলার আসামি জিন্নাত আলীও ছিলেন। তবে পুলিশ গিয়ে তাকে পায়নি। এর আগেই সেখান থেকে বেরিয়ে যান তিনি।
 
আটকদের মধ্যে পৌর জামায়াতের দপ্তর সম্পাদক ইমাজ উদ্দীন, ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুর রশিদ ও সেক্রেটারি জাহাঙ্গীর আলম উল্লেখযোগ্য নেতা বলে জানান ওসি।

বিভিন্ন নাশকতার মামলায় মোট ৬১ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে দুপুর সাড়ে ৩টার দিকে পুলিশ প্রিজনভ্যানে করে তাদের কারাগারে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।