ফেনী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের মুক্তির দাবিতে ফেনীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টায় ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ প্রতিবাদ সভা হয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিএফইউজের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক যতন মজুমদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক শাহজালাল রতন, সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক খলিলুর রহমান, হাবিবুর রহমান, ওসমান হারুন মাহমুদ দুলাল, ইসমাইল হোসেন সিরাজী, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন ও সাপ্তাহিক নির্ভীকের সম্পাদক জাফর সেলিম।
প্রতিবাদ সভায় ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসআর