ঢাকা: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
অব্যাহতি প্রাপ্তরা হলেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি এই তিন নেতা শিক্ষকদের উপর হামলার ঘটনায় জড়িত। তারা ক্যাম্পাসে শিক্ষকদের লাঞ্ছিত করেছে। এজন্য তাদের ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ মর্মে নোটিশও দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ প্রমাণ হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও নিশ্চিত করেন ছাত্রলীগ সভাপতি।
এর আগে রোববার (৩০ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালানো হয়।
এ হামলায় দেশবরেণ্য শিক্ষাবিদ-লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, তার স্ত্রী ড. ইয়াসমীন হকসহ বেশ ক’জন শিক্ষক আহত হন।
লাঞ্ছিত শিক্ষকরা অভিযোগ করেছেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায় ও যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ শুরু থেকেই হামলায় অংশ নেন। পরে যোগ দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এসইউজে/এটি