ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামায়াতের ৫ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
জামায়াতের ৫ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানা শাখা।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মগবাজারে গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. মুহাম্মদ রেজাউল করিম।



রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার, ১৯নং ওয়ার্ডের জামায়াত সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

রমনা থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বাড়ি ও রাস্তার পাশে জামায়াত কর্মীরা ৫শ গাছের চারা রোপন করবে। আর তাদের এই কার্যক্রম আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।