ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপি-জামায়াতের ৫৭ নেতাকর্মীর নামে চার্জশিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বরিশালে বিএনপি-জামায়াতের ৫৭ নেতাকর্মীর নামে চার্জশিট

বরিশাল: হরতাল-অবরোধ চলাকালে বরিশালে ট্রাকে পেট্রোলবোমা মেরে হেলপারকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ।  
 
মামলা দায়েরের সাত মাস পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উজিরপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা ফারুক হোসেন আদালতে এ চার্জশিট দাখিল করেন।

 
 
আদালতের সাধারণ নিবন্ধন (জিআরও) শাখায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলী হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
চার্জশিটে উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সাবেক আমির মন্নান মাস্টার, যুবদল নেতা সফিকুল ইসলাম শাহীন, আহমেদুল কবির বিপ্লব, সৈয়দ ইউসুফ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামসহ ৫৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
 
এছাড়া, এজাহার থেকে ১৬ আসামিকে তথ্য-প্রমাণের ভিত্তিতে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
 
চলতি বছরের ১৮ জানুয়ারি উজিরপুরে একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপার সোহাগ অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।  
 
এ ঘটনায় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুর রহমান বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখসহ ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা করেন।
 
ঘটনার পরে কয়েকজনকে গ্রেফতার করলেও বাকিরা পলাতক রয়েছেন। মামলার ১নং আসামি জিয়া আমনি রাঢ়ী বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন।  
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।