ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে সাবেক পৌর মেয়র ও কাউন্সিলর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
বান্দরবানে সাবেক পৌর মেয়র ও কাউন্সিলর আটক

বান্দরবান: সাইবার ক্রাইম অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবানে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লবকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার অপরাধে ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে শহরের টিসিআই সংলগ্ন নিজ বাসা এবং মেম্বার পাড়া থেকে তাদেরকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে গঠিত ট্রাইব্যুনালের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভিরের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের টিসিআই সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘খুনি’ হিসেবে আখ্যা দিয়ে সামাজিক গণমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার অপরাধে বান্দরবান পৌরসভার সাবেক পৌর মেয়রকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই অপরাধে পৌর কাউন্সিলর হাবিবকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই দু’জনকে আটকের পর থানা পুলিশ মসজিদ মার্কেট সংলগ্ন খানকাহ মার্কেটে একতা প্রিন্টার্সে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি মোবাইল সেট ও কম্পিউটার জব্দ করা হয়।

১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সবুজ দত্ত বাচ্চু (Sabuh Dutta) নামে তার বন্ধুর উস্কানিমূলক ফেসবুক স্ট্যাটাসে মিজানুর রহমান বিপ্লব ( Mizanur Rahman) নিজের মন্তব্যে বঙ্গবন্ধুকে ‘খুনি’ হিসেবে আখ্যা দেন।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা,সেপ্টেম্বর ০২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।