ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শোক দিবসে প্রতিহিংসার কেক কাটেন খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
‘শোক দিবসে প্রতিহিংসার কেক কাটেন খালেদা’ ছবি: সোহাগ -বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়া প্রতিহিংসার বশবর্তী হয়ে জাতীয় শোক দিবসে কেক কাটেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।

বুধবার (০২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী তরুণ লীগের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



সানজিদা খানম বলেন, জিয়া-মোশতাক হত্যাকারীদের সঙ্গে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যার মদদ দেন। পরবর্তীতে জিয়া ইনডেমিনিটি জারি করে হত্যাকারীদের বিভিন্ন সুবিধা দিয়ে বিদেশে পাঠিয়ে দেন।

তিনি খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, বিএনপি নেত্রী ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে নজিরবিহীন জঙ্গিবাদের উত্থান ঘটান। ২১ আগস্ট তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তারেক রহমানের মদদে জঙ্গিরা শেখ হাসিনার ওপর হামলা চালিয়েছিল। তিনি জঙ্গিদের নেত্রী হিসেবে আবির্ভূত হন। একইভাবে গত বছরের শেষে ও এ বছরের শুরুতে দেশব্যাপী আগুন সন্ত্রাস চালিয়ে বহু সাধারণ মানুষ হত্যা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে সানজিদা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে জঙ্গিবাদ নির্মূল করেছে।

তরুণ লীগের সভাপতি এম এইচ বাবুলের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জি এম শফিউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এইচআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।