ঢাকা: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে ফের রিমান্ডে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার (০২ সেপ্টেম্বর) ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, দেশে আইনের শাসন নেই বলেই মিথ্যা মামলায় কয়েকদিন পরপর ছাত্রদল সভাপতিকে রিমান্ড দেওয়া হচ্ছে। বিরোধী ছাত্রসংগঠনকে নিষ্ক্রিয় করতে সরকার দমন-পীড়নকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিন্তু এর ফল ভালো হবে না।
অবিলম্বে ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে সংগঠনের নেতারা বলেন, এধরনের জুলুম নির্যাতন বন্ধ না করলে অচিরেই দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে নির্যাতনের সমুচিত জবাব দেবে ছাত্রদল। ।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
পিআর/এমএ