ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
সিলেটে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বিকেলে

সিলেট: দীর্ঘ এক যুগ পর সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসবেক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ৩টায় নগরীর রেজিস্টার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিথিদের আগমনের কারণে বিলম্বিত হচ্ছে।

সময় যতই গড়াচ্ছে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হচ্ছে নগরীর রেজিষ্ট্রি মাঠ।
 
অন্যদিকে, পদপ্রত্যাশী নেতাদের প্রচারণায় মুখর নগরী। সবখানে সাজসাজ রব। সম্মেলন উপলক্ষ্যে ব্যানার-ফেস্টুন-তোরণে ছেয়ে গেছে অলিগলি।

বিশেষ করে বর্তমানে পদহীন সাবেক ছাত্রলীগ নেতারা স্বেচ্ছাসেবক লীগের পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। স্বভাবতই নেতাকর্মীদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে- কারা আসছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে?

দলীয় সূত্র জানায়, এবারো কাউন্সিল নয়, বরং সমঝোতার ভিত্তিতে হতে পারে  জেলা-মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি। ২০০৩ সালেও সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছিলো।

এবার জেলা কমিটির সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন- স্বেচ্ছাসেবক লীগের বর্তমান জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম,  সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল লতিফ নুতন, সহ-সভাপতি তপন চন্দ্র পাল, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল প্রমুখ।

সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আফসার আজিজ, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন কয়েস ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এমদাদ রহমান প্রচরণা চালিয়ে যাচ্ছেন।

মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন, জেলা শাখার বর্তমান সাংগঠনিক সম্পাদক ও সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পীযুষ কান্তি দে, স্বেচ্ছাসেবকলীগ মহানগর শাখার যুগ্ম সম্পাদক মুহিবুস সালাম রিজভীর নাম আলোচিত হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সম্মেলনের উদ্বোধক স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউসার ছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আফম বাহা উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিসহ কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত পুরকায়স্থ বাংলানিউজকে বলেন, ‘সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা এখন উৎফুল্ল। আগত প্রায় ৮ হাজার নেতাকর্মীর জন্য খাবার দাবারেরও আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।