ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আন্দোলনে মাঠ কাঁপালে এতো মামলা হতো না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
‘আন্দোলনে মাঠ কাঁপালে এতো মামলা হতো না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আন্দোলনে মাঠ কাঁপালে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এতো মামলা হতো না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।  

তিনি বলেন, বিভিন্ন সময় পদ-পদবী পাওয়ার জন্যে যেসব শোডাউনে হাজার হাজার নেতাকর্মী বেষ্টিত নেতাদেরকে দেখা যায়, সেসব নেতারা যদি সরকারবিরোধী আন্দোলনে আন্তরিকতার সঙ্গে খালেদা জিয়ার নির্দেশনা পালন করতেন,  মাঠ দাবড়ে বেড়াতেন, তাহলে এ ‘অদক্ষ’ সরকার এতো মামলা-হামলা, গুম, খুন করতে পারতো না।



বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, বিএনপি নেতা শাহ শিব্বির আহমেদ বুলু, রতন আকন্দ, জেলা মহিলা দলের সহ সভানেত্রী ভাইস চেয়ারম্যান খালেদা আতিক, শহর মহিলা দলের সাধারণ সম্পাদিকা তাহমিনা বানু, তাঁতীদলের জেলা শাখার সভাপতি নাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, জেলা ছাত্রদল নেতা শামসুল আলম উজ্জ্বল, রাসেল চৌধুরী, মাহাবুব প্রমুখ।

এদিকে ফুলবাড়িয়া উপজেলা জাসাস কার্যালয়ে দুপুরে তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আখতারুল আলম ফারুক।

উপজেলা ছাত্রদলের সহ সভাপতি শাহীনুর মল্লিক জীবনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা আরজু, রাজু, সানি, সারোয়ার, রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।