ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের পথ বন্ধ করবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের পথ বন্ধ করবেন না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণতান্ত্রিক ধারায় শান্তিপূর্ণ পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাম গণতান্ত্রিক বাম মোর্চা আহুত জাতীয় কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে নেতারা এ আহ্বান জানান।



বাম মোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন তেল-গ্যাস-জাতীয় সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, প্রকৌশলী বিডি রহমতুল্লাহ, বাসদের (মার্কসবাদী) আহ্বায়ক মুবিনুল হায়দার চৌধুরী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট আবদুস সালাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মাহবুব) ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।

বক্তারা দেশের বিদ্যমান সংকট সমাধানে বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে জনগণের বৃহত্তর ঐক্যের ডাক দেওয়ার পাশাপাশি দেশে ফ্যাসিবাদের বিপদ মোকাবেলায় ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে এই একবিংশ শতাব্দীতে টেকসই উন্নয়নের কোনো সুযোগ নেই। গণতন্ত্র বিপদগ্রস্ত হলে একদিকে চক্রান্ত ষড়যন্ত্রের রাস্তা তৈরি হয়; অন্যদিকে জঙ্গিবাদী-মৌলবাদী অপতৎপরতার জমিন প্রশস্ত হয়।

এ সময় গণতান্ত্রিক ধারায় শান্তিপূর্ণ পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, আওয়ামী লীগ ভোট ও ভাতের অধিকারের কথা বলে ক্ষমতায়। এখন তারা জনগণের ভোটাধিকারকেই ভয় পাচ্ছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয়।

দুর্নীতি, ব্যাংক লোপাট, অর্থপাচার ও জবরদখল, সন্ত্রাস, গুম-খুনের রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতেই সরকার বিশ্বব্যাংক প্রদত্ত নিম্নমধ্য আয়ের সার্টিফিকেট ফেরি করছে। বর্তমান সংসদ ও সরকার নির্বাচিত নয় বলেই তারা স্বেচ্ছাচারী পন্থায় অন্যায় ও অযৌক্তিক ভাবে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নেতারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের মতো এই সরকারের কাছে দেশের কোনো গণতান্ত্রিক ভবিষ্যত নেই। জানমালের নিরাপত্তা নেই। জাতীয় সম্পদ ও জাতীয় স্বার্থ নিরাপদ নয়।

নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ফ্যাসিবাদী দুঃশাসন ও বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতি প্রত্যাখ্যান করে জনগণের নিজস্ব শক্তি সমাবেশ জোরদার করার আহ্বান জানান।

দেশের ৫৫টি জেলা থেকে ৫৫০ জন প্রতিনিধি কনভেনশনে অংশগ্রহণ করেন।

কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, অ্যাডভোকেট তাসমিন বীনা, প্রকৌশলী ম. ইনামুল হক, নাগরিক ঐক্যের ইফতেখার আহমেদ বাবু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন ইউসিএলের নজরুল ইসলাম এবং বাসদের (মার্কসবাদী) ফখরুদ্দীন কবির আতিক।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
এসইউজে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।