সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির শাবিপ্রবি শাখার প্রচার সম্পাদক মিহির নাথের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন বিএনপি’র এ ছাত্র সংগঠনটির নেতারা।
বিবৃতিতে বলা হয়েছে- শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে প্রায় তিন মাস ধরে চলমান শিক্ষকদের আন্দোলনের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত ও দীর্ঘায়িত হচ্ছে।
এছাড়া ভিসি এবং আন্দোলনরত শিক্ষকরা তাদের পক্ষে সাধারণ ছাত্রদের ব্যবহারের চেষ্টা করছেন, যা বিশ্ববিদ্যালয়কে আরও সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে এবং সংকটের হাত থেকে শাবিপ্রবিকে রক্ষা করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
এএএন/আরএম