ঢাকা: বেতন বাড়ার সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ-দুর্নীতি বন্ধ করতে বললেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আইডিইবি'তে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারি চাকরিজীবীদের প্রতি এমন মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, বেতন হয়েছে দ্বিগুণ। জনগণ আশা করবে, সেবা যেন এবার আপনারা (সরকারি কর্মকর্তা-কর্মচারীরা) চারগুণ দেন। চারগুণ সেবা মানে চারগুণ ঘুষ যেন না হয়।
সুরঞ্জিত বলেন, এ পে-স্কেল সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এটাতে শ্রেণী প্রথা রাখা হয়নি। তবে নিচের স্কেলটা ৮ হাজার টাকা না হয়ে ২০ হাজার টাকা হলে সুন্দর হতো।
তিনি বলেন, বেতন বাড়ার সঙ্গে সরকারকে দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা সরকারের চ্যালেঞ্জ।
বেসরকারি প্রতিষ্ঠানের মালিকদেরও তাদের কর্মীদের বেতন বাড়ানোর পরামর্শ দেন এই আওয়ামী লীগ নেতা।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য হাজী সেলিম বলেন, দেশ ভালো আছে বলেই বেতন বাড়ানো হয়েছে। বর্তমান সরকার তাদের সকল সেক্টরে সফলতা দেখাচ্ছে।
সভায় আরও বক্তব্য দেন হারুন চৌধুরী, আব্দুল হাই কানু, হুমায়ূন কবির মিজি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘন্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
এডিএ/এএসআর