ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, সেপ্টেম্বর ১০, ২০১৫
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী): দীর্ঘ এক যুগ পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হচ্ছে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

দিনব্যাপী এই সম্মেলনকে কেন্দ্র করে গোটা শহরে সাজ সাজ রব পড়ে গেছে।

ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সর্বত্র। সম্মেলনস্থল পুলিশ ক্লাবকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে।

এদিকে, পৌর আওয়ামী লীগের সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার এবং সাধারণ সম্পাদক পদে মোজাম্মেলল হক, হিটলার চৌধুরী, অধ্যাপক সাখাওয়াৎ হোসেন ও এজাজুল হক বাচ্চু প্রার্থী হয়েছেন।

এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।