ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি ছাত্র কেন্দ্রের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, সেপ্টেম্বর ২২, ২০১৫
মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি ছাত্র কেন্দ্রের

ঢাকা: মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্র।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির সমন্বয়কারী সোলায়মান সোহেল, যুগ্ম সমন্বয়কারী স্বরজিৎ কুমার দ্বিপ ও গোলাম মোস্তাকিন ভুইয়া যৌথ বিবৃতিতে এ দাবি করেন।

তারা অবিলম্বে ভর্তি পরীক্ষা বাতিল করার আহ্বান জানান।

তারা বলেন, ভর্তি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পুনরায় মেডিকেল কলেজের পরীক্ষা নেওয়া উচিত।

জাতীয় ছাত্র কেন্দ্রের নেতারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনকালে আটক মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবিও করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।