ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভ্যাট নয়, টিউশন ফি বিরোধী আন্দোলন করুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ভ্যাট নয়, টিউশন ফি বিরোধী আন্দোলন করুন ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট নয়, টিউশন ফি না বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ  কথা বলেন।



বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে কারা ইন্দন যোগাচ্ছে এটা আমাদের সবারই জানা আছে। ছদ্মবেশীরা তাদের এ আন্দোলনে প্ররোচনা দিচ্ছে। আমি শিক্ষার্থীদের বলব, ভ্যাটের বিরুদ্ধে নয়, আন্দোলন করতে হলে বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক হারে টিউশন ফি বাড়ানোর বিরুদ্ধে আন্দোলন করুন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ট্রাস্ট্রের অধীনে একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু অধিকাংশই এ থেকে ব্যবসা করছে।

আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, আমরা যেন দয়া করে শিক্ষকদের বিষয়ে কথা বলার ব্যাপারে সতর্ক থাকি। অবমাননাকর কিছু না বলি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন হাসিবুর রহমান মানিক।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসইউজে/এফবি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।