ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মিজান উদ্দিন আবু (৩০) নামে চার্জশিটভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের জেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিজান উদ্দিন আবু শহরের বিরিঞ্চি এলাকার কামাল হাজারী রোডের মৃত নুরুল ইসলামের ছেলে।
ফেনী ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়েছে। একরাম হত্যাকাণ্ড ছাড়াও তার বিরুদ্ধে আরো দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
২০১৪ সালের ২ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও তার বহনকারী গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। ২০১৪ সালের ২৮ আগস্ট ফেনী মডেল থানার পুলিশ ৫৬ জনকে আসামি করে এ মামলার চার্জশিট দেয়। এর মধ্যে ৩৮ জনকে বিভিন্ন সময় র্যাব ও পুলিশ গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এমজেড