ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার ছাত্রবান্ধব নয়, শিক্ষকদেরও অমর্যাদা করছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
সরকার ছাত্রবান্ধব নয়, শিক্ষকদেরও অমর্যাদা করছে ছবি: দীপু/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকার ছাত্রবান্ধব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। শিক্ষকদের মর্যাদা না দেওয়ারও সমালোচনা করেছেন তিনি।


 
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক গোলটেবিল  আলোচনা সভায় মাহবুবুর রহমান বলেন, ভ্যাট প্রত্যাহারের জন্য ছাত্ররা সারাদেশে আন্দোলন করছে। এতে আমরা উদ্বিগ্ন। এই সরকার ছাত্রবান্ধব নয়।
 
জাতীয় পে-স্কেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অমর্যাদা করা হয়েছে দাবি করে মাহবুবুর রহমান বলেন, শিক্ষকরা অবহেলিত, তাদের অপমান করা হচ্ছে। শিক্ষককের অমর্যাদায় পুরো শিক্ষাঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে।
 
শিক্ষকদের সামাজিকভাবে, বেতন এবং প্রটোকলের মর্যাদা না দিলে ‘বিষ প্রক্রিয়া’ হতে বাধ্য।
 
‘রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের নিরাপত্তা’ শীর্ষক এ গোলটেবিল  আলোচনায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, আয়োজক সংগঠন সাউথ এশিয়া ইয়্যুথ ফর পিচ অ্যান্ড প্রসপার্টি সোসাইটির আহ্বায়ক এম মাহমুদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০১৫
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।