ঢাকা: রোহিঙ্গা ইস্যুর সমাধান অতীতের সরকার অনেকটাই করতে পেরেছে বলে মন্তব্য মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান সরকার একদমই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না।
‘রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে মাহবুবুর রহমান বলেন, এ ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর সাথে জঙ্গি উত্থানের বিষয়টি জড়িত। সরকারের উচিত রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে এ সমস্যার সমাধান করা।
জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
গোলটেবিল আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, অতীতের সরকার রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে অনেকটাই পেরেছে। হয়তো পুরোটা পারেনি। এখন (বর্তমান সরকার) একদমই পারছে না।
তিনি বলেন, জাতীয় সংসদ চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। সংসদ তাসের ঘর। এজন্য রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিকভাবে কথা বলতে পারছে না বা বলতে পারলেও শক্তিশালীভাবে তুলতে পারছে না।
বর্তমানে দেশে ‘গণতন্ত্রের শত্রু’ বিরাজ করছে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, এই সরকার জনগণের আস্থা নিয়ে আসেনি, এজন্য জনগণের প্রতি তাদের কোনো দায়-দায়িত্ব নেই। গণতন্ত্রিক রাষ্ট্রের পররাষ্ট্রনীতি শক্তিশালী না হওয়ায় রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না।
আমরা রোহিঙ্গাদের ধর্মীয় ও মানবিক দিক দিয়ে সহানুভূতি জানাবো। কিন্তু তাদের এদেশের নাগরিক করে দেওয়া- এটা আমি মনে করি না।
মুক্তিযুদ্ধের সময় এক কোটি মানুষ শরণার্থী হয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছিলেন উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সভায় বলেন, রোহিঙ্গারা জীবন বাঁচাতে চলে আসছে। মানবিক দিক বিবেচনা করে তাদের জায়গা দিতে হবে। তাদের সন্তানদের লেখাপড়া, ভাষা শেখানোর সুযোগ দেওয়া উচিত। এতে আন্তর্জাতিকভাবে সংগ্রাম করে তারা নিজেদের অধিকার আদায় করে নিতে পারবেন।
আয়োজক সংগঠন সাউথ এশিয়া ইয়্যুথ ফর পিচ অ্যান্ড প্রসপার্টি সোসাইটির আহ্বায়ক এম মাহমুদ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন।
গোলটেবিল আলোচনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-গবেষকরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমআইএইচ/এএসআর