ময়মনসিংহ: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মানসিক ভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ শহরের হোটেল হেরাতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ ময়মনসিংহ।
মোস্তফা জামাল হায়দার বলেন, মুহিত সাহেব এক সপ্তাহ ধরে উল্টা-পাল্টা কথা বলছেন। তার কথাবার্তায় তাকে সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে না। তার অবিলম্বে পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, কাজী জাফর আহমেদ এক আদর্শের নাম। জীবনের শেষ মুহুর্তে তিনি অর্থ সঙ্কট, দারিদ্র্য ও যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন যাপন করেছেন। কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হননি। সত্যের জন্য জীবনের শেষ মুহুর্তেও তিনি লড়াই করে গেছেন।
স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবুল। এছাড়া বক্তব্য রাখেন কবি মোশাররফ করিম, শামসুল ফয়েজ, সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিক প্রমুখ।
কবি মোশাররফ করিম বলেন, কাজী জাফর রাতের অন্ধকারে গজিয়ে উঠা কোনো নেতা ছিলেন না। ছাত্র রাজনীতিতে নিজের রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রেখেছিলেন তিনি। এদেশে রাজনীতির ভারসাম্য রক্ষা করতে তার ভূমিকা ছিল যথেষ্ট।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিএস