ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কিবরিয়া হত্যা মামলা

সিলেটের আদালতে ‍অারিফুল, বাবর, গউছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সিলেটের আদালতে ‍অারিফুল, বাবর, গউছ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নান ও হবিগঞ্জের বরখাস্ত হওয়া পৌর মেয়র জি কে গউছ সহ ১৪ আসামিকে।

রোববার এই হত্যা মামলার চার্জ গঠনের দশম দিন।

এর আগে নয়টি তারিখ অতিবাহিত হয়ে গেছে।

আইন অনুযায়ী সব আসামির উপস্থিতিতে বিচারক মামলার অভিযোগ গঠন করবেন। সে মোতাবেক এই মামলায় কারাগারে থাকা ১৪ আসামিকে আদালতে হাজির করা হয়।

দেশে-বিদেশে আলোচিত মামলাটি মানুষের কাছে আরও বেশি আলোড়ন সৃষ্টি করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের কারণে।

রোববার আদালতে হাজির করার আগে দেশের বিভিন্ন কারাগারে থাকা সব আসামিকেই সিলেটের কারাগারে আনা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

তিনি বলেন, এ মামলার অন্যতম আসামি সিসিকের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হককে ঢাকা থেকে সিলেট কারাগারে আনা হয় গত বুধবার ভোরে (০৯ সেপ্টেম্বর)।

এছাড়া শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মামলার অন্যতম আসামি সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে এবং রাত সাড়ে ১০টার দিকে হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ অপর ১১ আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কারাগারে আনা হয় বলেও জানান সিনিয়র জেল সুপার।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।

গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এনইউ/আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।