ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বেগমগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বেগমগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে জসিম উদ্দিন রুবেল (২৩) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুফি আলমের ছেলে।



রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আহত অবস্থায় হাসপাতালে  আনা হলে কতর্ব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

দুপুরের এ সংঘর্ষের ঘটনায় একই এলাকার মনির আহমদের ছেলে স্বাধীন (২২) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হাজীপুর ইউনিয়নের মজিদ ব্যাপারীর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় যুবলীগ কর্মী জসিম উদ্দিন রুবেলের হাত ও পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।