ঢাকা: শিক্ষায় ভ্যাটবিরোধী আন্দোলন করে সাধারণ ছাত্ররাই শেষ পর্যন্ত সফল, ছাত্র সংগ্রামের এই বিজয় থেকে বিরোধী রাজনীতিকদের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য ২০ দলীয় জোটনেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বলেন, ইতিহাস আবারও প্রমাণ করেছে, বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু ছাত্ররা ধরলে ছাড়ে না। শেষে জয় শিক্ষার্থীদেরই হলো।
তিনি বলেন, ছাত্র সংগ্রামের এই বিজয় থেকে বিরোধী রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আইএ