ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আইসিইউতে ফরিদুন্নাহার লাইলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইসিইউতে ফরিদুন্নাহার লাইলী ফরিদুন্নাহার লাইলী

ঢাকা: হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলীকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান সাবেক সংসদ সদস্য (এমপি) ফরিদুন্নাহার লাইলীর ছেলে ডা. এস এম এ জেফরি।



তিনি বলেন, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আম্মা ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে উত্তরাঞ্চল বন্যাদুর্গতের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরেন। সকালে আকস্মিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদরোগ ধরা পড়ে। এরপর দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ডা. তৌহিদুজ্জামানের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ফরিদুন্নাহার লাইলী।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।