ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শালিখা উপজেলা চেয়ারম্যান টুকুকে বরখাস্তের আদেশ স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
শালিখা উপজেলা  চেয়ারম্যান  টুকুকে বরখাস্তের আদেশ স্থগিত

ঢাকা: মাগুরার শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

টুকুর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ স্থগিতাদেশসহ রুল জারি করেন।



রুলে টুকুর বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিবসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।  

গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত পত্রে টুকুকে সাময়িক বরখাস্ত করা হয়।

একইসঙ্গে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তারকে (প্যানেল চেয়ারম্যান-২) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছিলো।

মোজাফফর হোসেন টুকুর বিরুদ্ধে মাগুরা আদালতে এসটিসি ৪৪/১৫ ও শালিখা থানার জিআর মামলা নং ০৮/২০১৫ এর অভিযোগপত্র গত ১৭ আগষ্ট বিচারিক আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

গত ১৪ জানুয়ারি রাতে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ব্রিজের ওপর একটি বাসে আগুন দেয় দুর্বত্তরা। ওই ঘটনায় শালিখা থানা পুলিশ পরদিন উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ বিএনপির ৩০ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

১১ আগস্ট দুপুরে মোজাফফর হোসেন টুকু জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।